নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নির্যাতিতার পরিবার পুনরায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না স্পষ্ট করেছেন যে, এই মামলায় অতিরিক্ত তাড়াহুড়োর দরকার নেই এবং আগামী ১৭ মার্চ নির্ধারিত তারিখেই মামলাটির শুনানি হবে।
এই ঘটনার তদন্ত করে সিবিআই এবং চার্জশিটে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে। তবে নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এবং তদন্তে যথেষ্ট ফাঁক থেকে গেছে। শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলেও নির্যাতিতার পরিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়। তাঁদের বক্তব্য, সিবিআইয়ের তদন্তে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, তাই পুনরায় তদন্ত হওয়া উচিত।
নির্যাতিতার বাবা-মা প্রথমে কলকাতা হাই কোর্টে আবেদন জানান। সেখান থেকে জানানো হয়, এই মামলার শুনানি হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বা সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে হবে। এরপর তাঁরা সুপ্রিম কোর্টে যান এবং ১৭ মার্চ শুনানির দিন ধার্য হয়। তবে পরিবারের আইনজীবী শুক্রবার দ্রুত শুনানির জন্য আবেদন করেন, যা প্রধান বিচারপতি খারিজ করে দেন। তিনি স্পষ্ট করেছেন, ১৭ মার্চ মামলার শুনানি হবে এবং সিবিআই তদন্ত পুনরায় শুরু হবে কি না, সেই সিদ্ধান্তও ওই দিনই নেওয়া হবে।