সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছোল, ফের কবে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি বুধবার পর্যন্ত পিছোল। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর হাসপাতাল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার সকাল পর্যন্ত গিয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলাটি শুনবেন। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার শুনানির তালিকায় প্রথমেই থাকবে এই মামলা।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক-শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এই মামলার পাশাপাশি একটি আর্থিক দুর্নীতির মামলাও চলছে, যার তদন্ত সিবিআই করছে।

এ দিন বেলা ৩টে বাজতে না বাজতেই জল্পনা বাড়ছিল। শেষ পর্যন্ত সব জল্পনায় জল। ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। সূত্রের খবর, বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সকাল সাড়ে ১০টায় শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক