Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরজি কর দুর্নীতি মামলা: বুধবার থেকে চার্জ গঠন প্রক্রিয়া শুরু - NewsOnly24

আরজি কর দুর্নীতি মামলা: বুধবার থেকে চার্জ গঠন প্রক্রিয়া শুরু

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় বুধবার থেকে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হবে। আলিপুর আদালতের বিচারক মঙ্গলবার মৌখিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই মামলায় অন্যতম অভিযুক্ত আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

সিবিআই গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে এই মামলার চার্জশিট জমা দেয়। চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে গ্রেফতার হওয়া আরও চার অভিযুক্ত— আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডে। বর্তমানে সকলেই জেলবন্দি।

মামলা থেকে অব্যাহতি চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন জানিয়েছেন সন্দীপ, বিপ্লব এবং আফসর। জানা গেছে, বুধবার চার্জ গঠন প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আবেদনেরও শুনানি হবে।

কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। ২৮ জানুয়ারি হাই কোর্টে সিবিআই জানায়, বিচার প্রক্রিয়ার জন্য অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে এবং রাজ্যের অনুমোদনও মিলেছে। এরপরই হাই কোর্ট দ্রুত চার্জ গঠনের নির্দেশ দেয়।

মঙ্গলবার আলিপুর আদালতে শুনানির সময়ে অভিযুক্তদের আইনজীবীরা সিবিআইয়ের নথিপত্র সংক্রান্ত অসন্তোষ প্রকাশ করেন। সুমন হাজরার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, সিবিআই ১৫ হাজার পাতার নথি দিয়েছে, কিন্তু সেখানে কোনও সূচিপত্র নেই।

তিনি বলেন, “আমরা কি ভগবান! ১৫ হাজার পাতায় কোনও পৃষ্ঠা সংখ্যা নেই। লুজ কাগজ দেওয়া হয়েছে। আমরা কীভাবে লড়ব? আমরাও ন্যায্য বিচার চাই।”

শুনানির সময়ে ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি আজমল কসভের প্রসঙ্গও উঠে আসে। সুমনের আইনজীবী বলেন, “আজমল কসভেরও ন্যায্য বিচার হয়েছিল। তিনি ন্যায্য বিচার পেলে আমরা পাব না কেন!

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার থেকেই চার্জ গঠনের শুনানি শুরু হচ্ছে। অভিযুক্তদের পক্ষ থেকে আরও আইনি লড়াই চলবে, তবে মামলার বিচার প্রক্রিয়া এবার দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Related posts

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে

এসআইআর নির্দেশিকা নিয়ে চরম বিভ্রান্তি, ফরাক্কায় প্রায় ২০০ বিএলওর গণইস্তফা