আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর সিবিআই আদালত। সোমবার আদালত জানায়, দুর্নীতি দমন আইনের ৪২০ (প্রতারণা), ৪০৯ (বিশ্বাসভঙ্গ), ৪৬৭/৪৬৮ (নথি জালিয়াতি) এবং ৭ নম্বর ধারায় মামলা চলবে। বিচার শুরু হবে ২২ জুলাই থেকে।
কলকাতা হাই কোর্টের নির্দেশে এই দুর্নীতির তদন্ত করছে সিবিআই। চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। তাঁরা প্রত্যেকেই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
২০২৩ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হন। সেই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে নেমে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। যদিও খুনের মামলায় তাঁরা জামিনে মুক্ত, তবে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ এখনও জেলে।