আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নির্ভরযোগ্য নথি চেয়ে অভিযুক্তদের নিম্ন আদালতে আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তরা এই বিষয়ে নিম্ন আদালতে আবেদন করতে পারবেন, এবং সেই আদালত বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
তবে হাইকোর্ট স্পষ্ট করেছে, এই সময়ের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে নিম্ন আদালত এবং আপাতত উচ্চ আদালত এতে হস্তক্ষেপ করবে না।
এই মামলার প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ-সহ পাঁচজন অভিযুক্ত সিবিআই-এর কাছে তদন্ত সংক্রান্ত নথি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেই নির্দেশ দিলেও অভিযুক্তদের দাবি, সমস্ত প্রয়োজনীয় নথি এখনও হাতে পাননি তাঁরা।
মঙ্গলবার শুনানিতে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ও সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, আদালতের নির্দেশ মেনেই পর্যাপ্ত নথি সরবরাহ করা হয়েছে। কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের দেওয়া হয়েছে শুধুমাত্র তদন্তসূত্র সংক্রান্ত নথি, মূল তথ্য নয়।
সিবিআই-এর যুক্তি, তদন্ত এখনও চলছে, এবং নির্দিষ্ট কিছু নথি প্রকাশ করলে তা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এই বক্তব্য শোনার পর হাইকোর্ট জানায়, অভিযুক্তরা চাইলে নির্ভরযোগ্য নথি পেতে ট্রায়াল কোর্টে আবেদন করতে পারবেন, এবং সেই আদালত উপযুক্ত সিদ্ধান্ত নেবে।