আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিট গ্রহণে আপত্তি আদালতের

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট দাখিল করেছে সিবিআই। তবে আলিপুরের বিশেষ সিবিআই আদালত সেই চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করেছে, কারণ রাজ্য সরকার থেকে অনুমোদন না মেলায় এটি দাখিল করা যায়নি।

সিবিআই সূত্রে জানা গেছে, ১০০ পৃষ্ঠার চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও চারজন – বিপ্লব সিংহ, আফসার আলি, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য সরকার অনুমোদন না দেওয়ায় আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে হাসপাতালের টেন্ডার বাগানোর কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই কেলেঙ্কারিতে সন্দীপ ঘোষকে ‘মূল মাথা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?