আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: আজ শুনানি বিশেষ আদালতে

কলকাতা: আজ আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আফসার আলি, বিপ্লব সিংহ-সহ মোট পাঁচ জন।

হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁদের গ্রেফতার করেছিল সিবিআই। উল্লেখ্য, গত ৯ অগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরেও আরজি কর চাঞ্চল্য ছড়িয়েছিল। কর্তব্যরত অবস্থায় তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা পেয়েছেন।

এই মামলায় প্রথমে অভিযুক্ত করা হয়েছিল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তবে সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁরা জামিন পান। কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এখনও জেলেই রয়েছেন।

সম্প্রতি কলকাতা হাই কোর্ট সিবিআইকে এক সপ্তাহের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। ফলে আজকের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক