কলকাতা: ধর্ষণ মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের ‘গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর’ ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন।
চিঠিতে আরও দাবি করা হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও রাখা হোক আইনে। ঘটনা ঘটার ১৫ দিনের মধ্যে বিচার শেষ করার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদে সরব, বিচারের দাবি উঠেছে। ভারতের বিভিন্ন কোণে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা কড়া আইন চাই। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’