নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ-খুন মামলার বিচার পশ্চিমবঙ্গেই চলবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ভিন্রাজ্যে এই মামলা স্থানান্তর করার আর্জি খারিজ করে দেন।
প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানান, আগে বিচার শুরু হোক, তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার শুনানির সময় একজন আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গের মানুষ ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আস্থা হারাচ্ছেন। প্রধান বিচারপতি এই মন্তব্যকে অনুপযুক্ত বলে মনে করেন এবং বলেন, ‘‘আদালতে যেন ক্যান্টিনের মতো গল্পগুজব চলছে।’’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘মানুষকে নিয়ে এমন মন্তব্য করবেন না। আপনি কার পক্ষ হয়ে এখানে সওয়াল করছেন?’’
এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের তদারকির দায়িত্বে রয়েছে। সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা করেছে, যেখানে একমাত্র অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং প্রধান বিচারপতি জানান, নিম্ন আদালতের বিচারকের কাছে তদন্ত প্রক্রিয়া নিয়ে পর্যবেক্ষণ এবং পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার অধিকার রয়েছে।