আরজি কর কাণ্ডে ধর্ষণ ও খুন মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন, ১১ নভেম্বর থেকে শুরু শুনানি

কলকাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অবশেষে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টোর দিকে শিয়ালদহ আদালতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আনা হয় এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে প্রতিদিন এই মামলার শুনানি চলবে।

আদালতে এ দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। আদালত থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সামনে চিৎকার করে তিনি বলেন, “আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে।”

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে সেই রাতেই গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই, এবং ৫৮ দিনের মাথায় সিবিআই প্রথম চার্জশিট পেশ করে। চার্জশিটে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাক্ষী বয়ান, ভিডিও ফুটেজ এবং ফরেনসিক রিপোর্ট।

এছাড়া চার্জশিটে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামও উল্লেখ করা হয়েছে। সিবিআই জানিয়েছে, গোটা ঘটনায় কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত জারি থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত চার্জশিট পেশ করা হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক