শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ‘আরজি কর কাণ্ড’-এর মতো ঘটনার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হাসপাতালের সুপার। ডিউটি রোস্টার নিয়ে মতবিরোধের জেরে এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বদলি হয়ে আসা ওই চিকিৎসক প্যাথলজি বিভাগে কর্মরত। কিন্তু তাঁকে নিয়মিত আউটডোর, ইনডোর ও ইমারজেন্সি বিভাগে ডিউটি দেওয়া হচ্ছিল। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা করতে গিয়ে সমস্যায় পড়ায় তিনি সুপারের কাছে বিষয়টি জানান।
তাঁর অনুরোধ ছিল, প্যাথলজি বিভাগেও কাজ করতে দেওয়া হোক। অভিযোগ, এই সময়েই সুপার তাঁকে হুমকি দিয়ে বলেন, “আমার কথা না মানলে দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটে যাবে।”
এই হুমকিতে আতঙ্কিত হয়ে ওই চিকিৎসক শান্তিপুর থানায় ও স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানান। কিন্তু অভিযোগ অনুযায়ী, তাতে কোনও সুরাহা হয়নি। শেষে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে ইমেল করে নিজের অভিজ্ঞতা জানান।
এই ঘটনায় হাসপাতালের সুপারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তবে এই অভিযোগ সামনে আসার পর থেকেই হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ‘আরজি কর কাণ্ড’-এর প্রসঙ্গ তুলে এভাবে ভয় দেখানোর অভিযোগে চিকিৎসক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টির সুরাহার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।