বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের

কলকাতা: বিধানসভায় পৌঁছলেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা-মা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে মঙ্গলবার দুপুরে বিধানসভায় আসেন তাঁরা। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। বিধানসভায় শুভেন্দুর ঘরে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপির অন্যান্য বিধায়করাও।

এ দিন বিধানসভার মূল গেটে দু’টি গাড়িতে এসে পৌঁছন তাঁরা। প্রথম গাড়িতে ছিলেন সজল ঘোষ এবং পিছনের গাড়িতে নির্যাতিতার বাবা-মা। মূল গেট পেরিয়ে অন্য একটি গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন তাঁরা। জানা গেছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে নির্যাতিতার বাবা-মায়ের।

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে শুভেন্দু অধিকারী তাঁদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। বিজেপি বিধায়কদের উপস্থিতিতে এই সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক