শ্রেয়সের রেকর্ড ভেঙে ঋষভ পন্থ ২৭ কোটিতে লখনউ সুপার জায়ান্টসে

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) পন্থকে বিশাল ২৭ কোটি টাকায় কিনে নিল শনিবার। এই নিলামে শ্রেয়স আইয়ারের মাত্র কয়েক মিনিটের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

পন্থের জন্য লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে প্রবল নিলাম যুদ্ধ হয়। এলএসজি ২০.৭৫ কোটি পর্যন্ত পৌঁছালে দিল্লি ক্যাপিটালস তাদের “রাইট টু ম্যাচ” (আরটিএম) কার্ড ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু এলএসজি শেষ পর্যন্ত ২৭ কোটির চূড়ান্ত দর দিয়ে পন্থকে দলে টেনে নেয়। এর কিছুক্ষণ আগে, শ্রেয়স আইয়ারকে পঞ্জাব কিংস ২৬.৭৫ কোটিতে কিনেছিল।

আইপিএল নিলামের উল্লেখযোগ্য ঘটনা:

ঋষভ পন্থের আগে শ্রেয়স আইয়ার অল্প সময়ের জন্য আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড ধরে রেখেছিলেন।

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটির আগের রেকর্ড শ্রীয়াস আইয়ার ভেঙেছিলেন।

স্টার্ক এইবার ১১.৭৫ কোটিতে দিল্লি ক্যাপিটালসে বিক্রি হন।

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার গুজরাট টাইটান্সের হাতে ১৫.৭৫ কোটি টাকায় বিক্রি হন।

পঞ্জাব কিংস “রাইট টু ম্যাচ” ব্যবহার করে বাম-হাতি পেসার অর্জদীপ সিংকে ১৮ কোটিতে দলে নেয়।

দক্ষিণ আফ্রিকান স্পিডস্টার কাগিসো রাবাডা গুজরাট টাইটান্সে ১০.৭৫ কোটিতে যোগ দেন।

নিলামের এই ঘটনাগুলো দ্বিতীয়বার বিদেশের মাটিতে অনুষ্ঠিত আইপিএল নিলামকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?