প্রথম পাতা খবর রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ময়দান এলাকায় মৃত্যু এক বাইক আরোহীর

রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ময়দান এলাকায় মৃত্যু এক বাইক আরোহীর

568 views
A+A-
Reset

কলকাতা: রবিবার সাতসকালে ময়দান এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ময়দান এলাকায় বাইকে ধাক্কা চারচাকা গাড়ির। মৃত্যু হল এক বাইক আরোহীর।

এ দিন সকাল ৬ট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক বাইক চালকের। বাইকে মোট তিনজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় তিনজন বাইক আরোহীই আহত হন। বছর ১৯-এর মহম্মদ শাহজাহান আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে গাড়ির ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে কেপি ওয়ালের কাছে মূহূর্তে রাস্তাতেই দুমড়েমুচড়ে যায় বাইকটি। ট্র্যাফিক পুলিশদের তৎপরতায় গাড়ির চালককে ধরা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে। ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.