২০ সেপ্টেম্বরের মধ্যে কলকাতার রাস্তার হাল ফেরানোর জন্য সড়ক বিভাগের আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হল কি না তা খতিয়ে দেখতে আগামী ২০ সেপ্টেম্বর তিনি নিজেই রাস্তার নামবেন বলে পুরসভার মাসিকে অধিবেশনে জানিয়েছেন মেয়র। নির্দেশমতো কাজ কতটা হল, কোথায় বাকি থাকল, সবটাই দেখা হবে।
মঙ্গলবার অধিবেশনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ কাকলি সেন তাঁর ওয়ার্ডের বিভিন্ন ছোট-বড় রাস্তা খারাপ থাকার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, কেএআইআইপি’র কাজে খোঁড়াখুঁড়ি হয়েছে। কিন্তু তার পরেও সময়মতো রাস্তার মেরামত হয়নি। যা কাজ চলছে, তার গতিও শ্লথ। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘‘সড়ক বিভাগের আধিকারিকদের রাস্তা মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর আমি নিজেও রাস্তার হাল দেখতে বেরব। পুজোর আগে সব রাস্তা মেরামত করে ফেলতে হবে।’’
আরও পড়ুন: এ বার বিধানসভায় দেখা মিলল মানিকের