রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহন করল না ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহী। শনিবার সকালেই নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে আমেরিকা। ১৫টি দেশের মধ্যে ওই প্রস্তাবকে সমর্থন করে ১১টি দেশ। কিন্তু রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য হওয়ায় শেষ মুহূর্তে রাশিয়া ভেটো প্রয়োগ করায় নাকচ হয়ে যায় ওই প্রস্তাব।
রবিবার নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি টি এস তিরুমূর্তি আলোচনার টেবিলে বসার পরামর্শ দিলেন। কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করে ভোটাভুটিতে অংশই নিল না ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে পক্ষপাতিত্ব করতে চায় না ভারত। আর সেই কারণেই নয়াদিল্লি ভারসাম্য নীতি বজায় রেখে চলছে প্রথম থেকেই। উল্লেখযোগ্যেভাবে নিরাপত্তা পরিষদে ভারতের মতো চিনও ভোটদানে বিরত থাকে। কূটনৈতিক মহলের ধারণা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে ভারতের। তাই রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কড়া ভাষায় নিন্দা করলেও, পুতিনের বিরুদ্ধে ভোটাভুটির পথে হাঁটেনি ভারত।
শনিবারই রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিভে প্রবেশ করেছে। ইউক্রেনের সঙ্গে ‘স্ট্রিট ফাইট’ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে শহরের রাস্তায় গুলিবর্ষণ চলছে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি কিভে। শনিবার সকাল থেকেই রাশিয়ান মিসাইলের হামলায় জর্জরিত কিভ। ধোঁয়ায় ঢেকে গিয়েছে ইউক্রেনের রাজধানী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, একটি আবসনেও আছড়ে পড়েছে রুশ মিশাইল।
এদিকে অসম যুদ্ধে নেমেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইউক্রেন। জানা গিয়েছে, এদিন কিয়েভের মেইন অ্যাভিনিউয়ের একটি মিলিটারি ইউনিটের উপর হামলা প্রতিহত করেছে ইউক্রেনের সেনা। তবে মেইন অ্যাভিনিউয়ের ঠিক কোথায় ওই হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট করে বলা হয়নি । ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে এও জানানো হয়েছে যে কিয়েভের পশ্চিমাংশে একটি রাশিয়ান ট্যাঙ্ক ধবংস করেছে তারা। বলা চলে, শনিবার সকালে ইউক্রেন সেনাবাহিনী রুশ সেনাবাহিনীকে জোরদার টক্কর দিয়েছে ।