ইউক্রেনে সেনা অভিযান শুরু করল রাশিয়া, ২০ হাজার ভারতীয় সেনার ‘ভবিষ্যৎ’ নিয়ে রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির

কিভ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনে সেনা অভিযান শুরু করল রাশিয়া। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি-র দাবি, রুশ সেনা ইতিমধ্যেই ডানবাস এলাকায় (ডোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে একত্রে এই নামে ডাকা হয়) সামরিক অভিযান শুরু করে দিয়েছে। সেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

রাশিয়ার উপর এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। একে প্ররোচনাহীন এবং অযৌতিক বলে মন্তব্য করছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।সেই সঙ্গে তিনি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এর দাম চোকাতে হবে তাদের।

এ দিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি এই পরিস্থিতে সেনা থেকে যাওয়া ভারতীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রায় ২০হাজার ভারতীয় সেনা ইউক্রেন সীমান্তে রয়েছে। তিনি দাবি করে অবিলম্বে ইউক্রনে সীমান্তে সেনার সংখ্যা কমানোর আবেদন জানিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক