মহাকাশে রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুছে গেল আমেরিকা, ব্রিটেন ও জাপান, স্বমহিমায় ভারত

রুশ-ইউক্রেন যুদ্ধ পৌঁছে গেল মহাকাশেও।রাশিয়ার সুয়েজ রকেট (Soyuz rocket) থেকে খুলে নেওয়া হল মর্কিন, ব্রিটেন ও জাপানের জাতীয় পতাকা।তবে রকেট স্টেশনে কিন্তু অটুট রয়েছে ভারতের তেরঙ্গা। রুশ মহাকাশচারী দিমিত্রি রোগোজিনের(Dmitry Rogozin) দাবি, নবসাজে আরও উজ্জ্বল হয়েছে তাঁদের রকেটটি।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়াকে কোণঠাসা করতে সচেষ্ট ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলি। যার প্রথম সারিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন।রাশিয়ার উপর ইতিমধ্যেই একগুচ্ছ বিধিনিষেধও তারা জারি করেছে। তবে সেসব ফতোয়াকে গুরুত্বই দেয়নি পুতিন প্রশাসন।

মস্কোর পাখির চোখ এখন, প্রতিবেশী দেশে নতুন প্রশাসক বসানো। আর সেই লক্ষ্যেই ইউক্রেনের একের পর শহরে দাপিয়ে বেড়াচ্ছে রুশ বাহিনী। সমস্ত প্রতিরোধই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যে সমস্ত দেশগুলি বিরোধিতায় সরব, তাদের উদ্দেশেও পদক্ষেপ করছে।

মহাকাশ স্টেশনের সুয়েজ রকেট থেকে মার্কিন সহ তিন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ সরিয়ে ফেলা সেই পদক্ষেপেরই একটা ধাপ। রাশিয়ার মহাকাশ গবেষণার প্রধান সংস্থা হল রসকসমস (ROSCOSMOS)।রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতেই ধরা পড়েছে রকেট থেকে তিন দেশের ফ্ল্যাগ খুলে নেওয়ার ছবি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন