প্রথম পাতা খবর ইউক্রেনের দাবি, ভয় পেয়েছে রাশিয়ার সেনাবাহিনী আর তাই এখন ধীরে ধীরে এগোচ্ছে তারা

ইউক্রেনের দাবি, ভয় পেয়েছে রাশিয়ার সেনাবাহিনী আর তাই এখন ধীরে ধীরে এগোচ্ছে তারা

268 views
A+A-
Reset

রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি ধীর হয়ে গেছে বলে দাবি করল ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী মতে, শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলেও তাদের সেনাদের এগিয়ে আসার গতি বেশ ধীর হয়েছে। মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ১৩তম দিনে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, রুশ সেনাদের অগ্রগতি নিয়ে একথা বলেন।

জেনারেল স্টাফ বলেন, দেশের দক্ষিণ–পূর্ব ও উত্তরাঞ্চলকে রক্ষায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। জেনারেল স্টাফ যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, রাজধানী কিভ সহ উত্তরের শহর চেরনিহিভ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করেছে বলেও দাবি করেছেন জেনারেল স্টাফ।

তিনি আরও জানান, দখলদারেরা নিজেদের মনোবল হারিয়েছে। রুশ সেনাদের লুটের ঘটনা বেড়ে যাওয়া এবং সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা সেই সত্যকেই উদঘাটন করে। রাশিয়ার দখলে নেওয়া এলাকাগুলোয়, সেখানকার বাসিন্দাদের প্রভাবিত করতে রুশ সেনারা প্রোপাগান্ডা চালাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.