কলকাতা: অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দরে গ্রেফতার এক যাত্রী। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২০ লক্ষ ২০ হাজার ১৯৪ টাকা।
এর আগেও দেখা গিয়েছে বিভিন্ন কায়দায় সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন অনেকেই। তবে সুরক্ষা তৎপরতা বাড়ার সঙ্গেই নিত্যনতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। ঘটনায় প্রকাশ, জামার ভিতরে সোনা পাচারের জন্য এক অভিনব কায়দা অবলম্বন করেছিলেন ওই যাত্রী। নজরদারি এড়াতে পেস্ট আকারে সোনা আনছিলেন অভিযুক্ত।
বৃহস্পতিবার ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমান থেকে নামেন ওই যাত্রী। শুল্ক দফতরের আধিকারিকদের আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল, বিমানবন্দরে নামতেই আটক করা হয় ওই ব্যক্তিকে।
আটকের পর ওই ব্যক্তির জামা থেকে উদ্ধার হয় ৩৪৬ গ্রাম ওজনের সোনার পেস্ট। ওই সোনার বাজারমূল্য ২০ লক্ষ ২০ হাজার ১৯৪ টাকা। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয় ওই যাত্রীকে।