প্রথম পাতা খবর আরেকটি গ্রিনফিল্ড বিমানবন্দরকে ‘ছাড়পত্র’ দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক

আরেকটি গ্রিনফিল্ড বিমানবন্দরকে ‘ছাড়পত্র’ দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক

289 views
A+A-
Reset

কেরলের কোট্টায়ামের গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটিকে ছাড়পত্র দিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। কেরল স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেএসআইডিসি) এবং মন্ত্রকের মধ্যে বেশ কয়েক দফা আলোচনার পরেই এই সিদ্ধান্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে সবরীমালা পৌঁছানো আরও সহজ হয়ে যাবে।

সোমবার সন্ধ্যায় পোস্ট করা একটি টুইটে মন্ত্রক বলেছে, “কোট্টায়ামে (সবরীমালা) একটি গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পটি সংশ্লিষ্ট অঞ্চলের সংযোগ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

মাইক্রোব্লগিং সাইটে অন্য একটি পোস্টে, মন্ত্রক জানিয়েছে, কোট্টায়াম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পটি প্রায় ২,২৫০ একর জমিতে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেএসআইডিসি একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্পটি হাতে নিয়েছে। সমগ্র উন্নয়ন প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.