নতুন শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সেই নির্দেশ মেনেই এবার সাইকেল বণ্টনের প্রক্রিয়া অনেক আগেভাগে শুরু করতে চলেছে রাজ্য শিক্ষাদপ্তর। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ফেব্রুয়ারি মাস থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিকঠাক চললে আগামী মাস থেকেই নবম শ্রেণির ছাত্রছাত্রীরা সাইকেল পেতে শুরু করবে। এই দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের আওতায় আসবে।
ইতিমধ্যেই ‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের তথ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত সমস্ত তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলিতে পাঠানো হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কোনও পড়ুয়ার তথ্য যদি ‘সবুজসাথী’ পোর্টালে না থাকে, তা হলে নতুন করে ডেটা এন্ট্রি করতে হবে প্রধান শিক্ষকদের। একেবারেই রেজিস্ট্রেশন না থাকলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানানো যাবে।
এ ছাড়াও, কোনও পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ব্যক্তিগত তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে এই পর্যায়েই তা সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট পড়ুয়া আগে কখনও সাইকেল পেয়েছে কি না, সেই তথ্যও বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। প্রধান শিক্ষকেরা প্রোফাইল চূড়ান্ত করার পর এসআই ও ডিআই স্তরে ভ্যালিডেশন হবে। তার পরে জেলা স্তরের নোডাল আধিকারিকরা তা চূড়ান্ত করবেন। সেই ভিত্তিতেই তৈরি হবে মাস্টার রোল। এর পর ব্লক স্তরে বিডিওরা ডেলিভারি পয়েন্ট ঠিক করে সেখান থেকেই সাইকেল বিলি করবেন। প্রয়োজনে একাধিক ডেলিভারি পয়েন্টও রাখা হতে পারে।
এক আধিকারিক জানান, সাধারণত জুলাই মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয় এবং গত বছর সাইকেল বণ্টন শেষ হতে অক্টোবর পর্যন্ত সময় লেগেছিল। তবে এ বার জানুয়ারিতেই টেন্ডার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে ফেব্রুয়ারি থেকে সাইকেল বণ্টনে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। যদিও ভোট ঘোষণা হয়ে গেলে প্রক্রিয়ায় ছেদ পড়তে পারে কি না, তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। তবে চালু প্রকল্প হওয়ায় আইনি বা প্রশাসনিক সমস্যার সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্য দিকে শিক্ষকদের একাংশের বক্তব্য, সদ্য নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এবং এখনও ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। তার উপর চলছে ‘স্টুডেন্টস উইক’, যার জন্য বই বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে। সদ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের কাজ শেষ করেই আবার এত বড় দায়িত্ব নেওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিক্ষকদের মধ্যে। যদিও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতি প্রীতম হালদারের মতে, ‘সবুজসাথী’ প্রকল্প স্কুলে হাজিরা বাড়াতে বড় ভূমিকা নিয়েছে। পাহাড় থেকে সাগর— সর্বত্র সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার ছবি এখন পরিচিত। শিক্ষাবর্ষের শুরুতেই সাইকেল পেলে সবচেয়ে বেশি লাভবান হবে পড়ুয়ারাই।