প্রথম পাতা খবর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সল্টলেকের বাসন্তীদেবী কলোনি এলাকা, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগ সব্যসাচী দত্ত’র

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সল্টলেকের বাসন্তীদেবী কলোনি এলাকা, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগ সব্যসাচী দত্ত’র

1.4K views
A+A-
Reset

ডেস্ক:  পঞ্চম দফার নির্বাচনের সকাল থেকেই শিরোনামে সল্টলেক । বিজেপি তৃণমূল সংঘর্ষ বাসন্তীদেবী কলোনি এলাকায়। বুথের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কর্মীরা। ছিলেন মহিলারাও। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়, চলে ইটবৃষ্টি। আর এই কারণেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার পূর্ব ঘোষণা নিয়ে।


কেন্দ্রীয় বাহিনীর সামনে এক মহিলাকে টেনে রাস্তায় ফেলে মার্ দেওয়া হয়। অভিযোগের তির বিজেপি-র দিকে। বিধাননগরের বিজেপি-র প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল প্রার্থী সুজিত বসু এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করেন। বিজেপি ও তৃণমূল সমর্থকরা পাথর ছুড়তে থাকে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটে। কী করে বুথের ২০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত হতে পারলো সেটাই প্রশ্ন। 

আরও পড়ুন: সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার ১৬.১৫ শতাংশ


ঘটনার পরই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকার যাবতীয় অবৈধ জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়েও ভিড়ের দিকে তেড়ে যান তারা। আপাতত গোটা এলাকায় টহলদারী চালাচ্ছে বাহিনী। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন তিনি। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.