প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে, শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই এর শেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৭১ বছর বয়সের সাধন পাণ্ডে।

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন সাধন পাণ্ডে। বছর দশেক আগে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। গত বছরেও একবার বিধানসভা নির্বাচনের প্রচারপর্বের মধ্যেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

এরপর গত জুলাই মাসে ফের একবার গুরুতর অসুস্থ হন সাধন পাণ্ডে। এবার প্রথমে কলকাতায় ও পরে সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হল তাঁর।

সাধন বাবুর মেয়ে শ্রেয়া জানান, ১১ ফেব্রুয়ারি থেকে সাধন বাবুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাধন পাণ্ডের প্রয়াত হওয়ার সংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন