কলকাতা: কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলমান সমস্যার সমাধান হলো না স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের বৈঠকের পরও। শুক্রবার বিকেলে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁরা স্বাস্থ্যসচিবের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে সিসিটিভি বসানো এবং নিরাপত্তার বিষয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, গত এক মাস ধরে তাঁরা এসব প্রতিশ্রুতি শুনে আসছেন, অথচ কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা আর প্রতিশ্রুতিতে ভোলার পক্ষে নন এবং নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
চিকিৎসকরা জানান, তাঁরা শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকর প্রয়োগ দেখতে চান। তাঁদের মতে, রোগীমৃত্যুকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ক্রমাগত অনিরাপত্তার মধ্যে কাজ করছেন।
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের বক্তব্য অনুযায়ী, প্রশাসনের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে জুনিয়র চিকিৎসকরা এই পদক্ষেপকে যথেষ্ট মনে করছেন না এবং তাঁদের দাবি, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।