সাগরদিঘি: সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সব ক’টি রাজনৈতিক দলই। অন্য দিকে, অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
কমিশনের তথ্য অনুসারে, সাগরদিঘি উপনির্বাচনে ২৪৫টি সাধারণ বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ। প্রায় ৫০ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয়েছে ২২টি ‘কুইক রেসপন্স টিম’ এবং ৩টি এইচআরএফএস। প্রতিটি বুথেই হবে ওয়েট কাস্টিং।
প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবেন জওয়ানরা। সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ একসঙ্গে যাবে। সাগরদিঘির উপনির্বাচনে ১৩০০ জন ভোটকর্মী থাকছেন, থাকছে একটি মহিলা বুথও।
প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের বাইরে ২ জন করে লাঠিধারি পুলিশ থাকবে। রবিবার সন্ধে থেকেই ২৪৬টি বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকছে। সাগরদিঘি কলেজে শিবির করে বিতরণ করা হয়েছে ইভিএম। ভোটকর্মীদেরও ইভিএমের কাজকর্ম বুঝিয়ে দেওয়া হয়েছে। সাগরদিঘিতে ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।