প্রথম পাতা খবর ফের উত্তপ্ত সন্দেশখালি! বিধায়কের দাবি, পিছনে রয়েছে বিজেপি ও সিপিএম

ফের উত্তপ্ত সন্দেশখালি! বিধায়কের দাবি, পিছনে রয়েছে বিজেপি ও সিপিএম

538 views
A+A-
Reset

কলকাতা: ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হল ব়্যাফ।

বুধবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের সন্দেশখালি থানার ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাশপাড়া ও পাত্রপাড়ার মতো একাধিক গ্রাম। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্থানীয় তৃণমূলের তরফে সন্দেশখালিতে একটি মিছিল বেরোয়। পালটা মিছিল শুরু করে বিজেপি। আর তখনই উভয়পক্ষের মধ‍্যে সংঘর্ষ বেঁধে যায়।

গতকালের গন্ডগোলের ঘটনায় সন্দেশখালি থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে দাবি। গতকালের অশান্তির পর থমথমে হয়েছিল সন্দেশখালি। এলাকায় মোতায়েন পুলিশ, চলছে রুটমার্চ। এরই মধ্যে বৃহস্পতিবার নতুন করে উত্তজনায় ছড়ায় এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ।

জানা যায়, এ দিন সকালে থানার উদ্দেশে মিছিল করেন স্থানীয় মহিলারা। মাঝপথে বাধা দেয় পুলিশ। তার জেরে পুলিশ ও উত্তেজিত মহিলাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এদিকে, ঝামেলার আশঙ্কায় সন্দেশখালি বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে গ্রামবাসীদের দাবি, তাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পালটা তৃণমূল বিধায়কের দাবি, এ সবের পিছনে রয়েছে বিজেপি ও সিপিএম। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত জানান, বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ির মহিলারাই পথে নেমে চূড়ান্ত অসভ্যতা করছেন। হাত তোলা হয়েছে পুলিশের গায়েও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.