করোনায় আক্রান্ত হয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখার্জি। আর তাই তাঁকে আপাতত এসএসকেএম থেকে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায় এর করোনা চিকিৎসার জন্য শিল্পীকে আপাতত নিয়ে যাওয়া হচ্ছে বাইপাস এর ধারের এক বেসরকারী হাসপাতালে।
গুরুতর অসুস্থ অবস্থায় আজ প্রথমে তাঁকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তাঁকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আশা হয়। সকলেই শোনা গিয়েছিল এদিনই শিল্পীকে দেখতে হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মতন দেখা যায় এদিন বিকেলের দিকে ‘গীতশ্রী’কে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হাসপাতালে এসে পৌঁছবার আগেই শিল্পীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাস এর বেসরকারি হাসপাতালে।
সন্ধ্যা মুখার্জিকে হাসপাতালে এসে দেখার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “গায়িকা করোনা আক্রান্ত। তবে তাঁর চিকিৎসায় কোনও ত্রুটি থাকবে না। ‘গীতশ্রী’র চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।”