184
এক বছর পূর্ণ হতে চলল আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা। সেই বহুল চর্চিত মামলায় ফের আদালতের নজরে উঠে এলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
এই দুই অভিযুক্তকে আগামী মঙ্গলবার সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল।
ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছে নিহত তরুণীর পরিবার। সেই আবেদন সংক্রান্ত শুনানিতেই বিচারক এই নির্দেশ দেন। আদালত জানিয়ে দেয়, কোনও বক্তব্য থাকলে সংশ্লিষ্ট দুই অভিযুক্তকেই তা সশরীরে এসে জানাতে হবে। পাশাপাশি, মামলার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন সরকারি আইনজীবীকেও শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।