ব্যারাকপুর: সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জয় সিংহ গ্রেফতার। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় গত প্রায় এক সপ্তাহ ধরে দুই শ্রমিক সংগঠনের বিবাদ চলছে। সেই ঘটনায় আগেই দু’জনকে গ্রেফতার করা হয়। এ বার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করল পুলিশ।
এমনিতে দু’জনের গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল থানার সামনে। ওই দুজনের গ্রেফতারি নিয়ে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন তাঁদের অনুগামীরা। চূড়ান্ত গন্ডোগোলের জেরে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরে তাঁরা ছাড়াও পান।
বৃহস্পতিবার রাতে অর্জুনের তুতো ভাইয়ের ছেলে সঞ্জয়কে আটক করে জগদ্দল থানার পুলিশ। শুক্রবার সকালে সঞ্জয়কে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারি নিয়ে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে ভাটপাড়া-জগদ্দল এলাকায়। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। জানা যাচ্ছে, আজই ব্যারাকপুর আদালতে তোলা হবে সঞ্জয়কে।
ঘটনায় প্রকাশ, শ্যামনগরের ওই ব্যাটারি কারাখানায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের শ্রমিক ইউনিয়নের সঙ্গে সঞ্জয়ের অনুগামী সংগঠনের কোন্দলের অভিযোগ ওঠে। তাৎপর্যপূর্ণ ভাবে, সাংসদ অর্জুন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরও তাঁর ভাইপোকে পুলিশের হাতে গ্রেফতার হওয়া নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।