Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সারদা মামলায় বড় মোড়, প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের - NewsOnly24

সারদা মামলায় বড় মোড়, প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের

বহুল আলোচিত সারদা কাণ্ডে মঙ্গলবার মিলল গুরুত্বপূর্ণ রায়। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া প্রথম তিনটি মামলায় সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস দিল ব্যাঙ্কশাল আদালত।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলাগুলিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্রতারণার। তবে আদালতে পর্যাপ্ত প্রমাণ হাজির না হওয়ায় তাঁদের খালাস করা হয়। দেবযানীর আইনজীবী শুভজিৎ বল জানান, মোট ৫০ জন সাক্ষীর মধ্যে প্রায় ১৫ জন কোনও সাক্ষ্য দেননি। যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁরাও প্রতারণার প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

যদিও এই খালাসের রায় তাঁদের জেল থেকে মুক্তি এনে দিচ্ছে না। কারণ সুদীপ্ত ও দেবযানীর বিরুদ্ধে এখনও রয়েছে ২০০-রও বেশি মামলা। পাশাপাশি সিবিআই ও ইডি-র একাধিক মামলাও চলছে।

রায়ের প্রতিক্রিয়ায় দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় বলেন, “আজকের রায় প্রমাণ করল, সত্যকে দমিয়ে রাখা যায় না। যদিও দেরি হচ্ছে, তবে এই প্রথম কোনও মামলায় খালাস হল। আশা করি অন্য মামলাগুলিতেও একই রায় মিলবে।”

উল্লেখ্য, ২০১৩ সালে সারদা কাণ্ড সামনে আসার পর কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত ও দেবযানীকে। তারপর থেকেই তাঁরা জেলে বন্দি রয়েছেন। যদিও ২০২৩ সালে কয়েক ঘণ্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবযানী।

Related posts

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?