বৃষ্টির ভ্রুকুটি তোয়াক্কা না করে সরস্বতী পুজোর আনন্দে সামিল সকলে

কলকাতা: সরস্বতী পুজো উপলক্ষে চারিদিকে উৎসবের আমেজ। বুধবার সকাল থেকেই স্কুল-কলেজ, মণ্ডপে মণ্ডপে, বাড়িতে বাড়িতে কাঁসর-ঘণ্টার আওয়াজ আর অঞ্জলির মন্ত্রোচ্চারণ।

পড়ুয়াদের কাছে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। সরস্বতী পুজোর দিনটি বিশেষ করে ছাত্র, শিল্প, সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ। বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এ বিশেষ দিনটিকে শিক্ষা শুরু করা, হাতে খড়ি বা কোনও শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমীর দিন থেকে বসন্তের আগমনও ঘটে।

দৃকপঞ্চাং অনুসারে সরস্বতী পুজোর তিথি পড়ছে ১৩ ফেব্রুয়ারি দুপুর ২.৪১ মিনিট থেকে। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিট পর্যন্ত থাকবে তিথি। ফলে এবারেও ভোরবেলা উঠেই মা সরস্বতীকে অঞ্জলী দিয়ে ফেলতে হবে।

বুধবার বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে শিশু থেকে শুরু করে বড়রা। বিভিন্ন মৃৎশিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমা পৌঁছে গিয়েছে বাড়ি থেকে বিভিন্ন স্কুল-কলেজে। এই কয়েকদিন চরম ব্যস্ততা ছিল মৃৎ শিল্পীদের। আর এরই মধ্যে বাধ সেধেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতেই সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তরা। এ দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন