নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই- এর হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই মামলায় জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করল শীর্ষ আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তার পরেই জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের শাসকদলের বিধায়ক। একাধিক বার তাঁর জামিন-আর্জির শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। এর আগে জীবনকৃষ্ণের জামিন-মামলা গ্রহণ করে সিবিআইকে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার আদালতে তাঁর জামিন মিলল।
শাসক দলের বিধায়কের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ওঅনির্বাণ গুহ ঠাকুরতা। জীবনকৃষ্ণ আবেদনে জানিয়েছিলেন, দুর্নীতিতে ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়, প্রসন্ন সিনহারা জামিন পেলে তিনি কেন নন? শেষমেশ জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা। ১৩ মাস পর জামিন পেলেন তৃণমূল বিধায়ক। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি।