শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত, আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। কলকাতায় আজও মূলত মেঘলা আকাশ। দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি। কার্যত ইলশেগুঁড়ি বৃষ্টি। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কমবে বৃষ্টিপাত। গভীর নিম্নচাপের তীব্রতা কমে নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। এর ফলে বিকেলের পর থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ছত্তিশগড়ে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে এই নিম্নচাপ।


দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে।কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের দু’একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, হাওয়া অফিস সূত্রে এমনটাই পূর্বাভাস। 


আগামিকাল, বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। সপ্তাহান্তে আবারও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গের শিশুরা, মৃত ৮ মাসের শিশু


প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। পর্যটকের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও।জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। 


এক টানা বৃষ্টিতে কলকাতার নীচু এলাকাগুলি জলমগ্ন।কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও দেখা গেল জলযন্ত্রণার চেনা ছবি। একনাগাড়ে বৃষ্টিতে জলের তলায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। সালকিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, পঞ্চাননতলা, লিলুয়া সহ বিভিন্ন জায়গায় জমা জলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয়রা। হাওড়া পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।


রেল লাইন জলমগ্ন হয়ে যাওয়ায় বাতিল করতে হল একাধিক ট্রেন (train)। দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু লাইনে জল জমেছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে খড়গপুর শাখার হিজলি স্টেশনের কাছে রেল লাইনে জমেছে জল। তার জেরেই ট্রেন চলাচল ব্যহত হয়েছে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করতে হয়েছে। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক