গরমের ছুটি শেষ, বৃহস্পতিবার খুলে যাচ্ছে রাজ্যের সব সরকারি স্কুল

কলকাতা: গত ২ মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়। তাই খাতায়-কলমে প্রায় দেড় মাস স্কুল বন্ধ। বৃহস্পতিবার থেকে ফের স্কুল খুলবে।

এর আগে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, ৫ জুন খুলবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। এরপর ৭ জুন খুলবে প্রাথমিক স্কুল। তবে রাজ্য জুড়ে তাপপ্রবাহের মতো পরিস্থিতির জেরে ছুটির মেয়াদ বাড়ানো হয়। পড়ুয়াদের কথা ভেবেই গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

গত সপ্তাহেই স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দফতর। খোলার আগে স্কুলকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা, মিড ডে মিল পরিষেবা চালুর প্রস্তুতি-সহ বিভিন্ন নির্দেশ দেয় বিজ্ঞপ্তিতে।

এ দিকে, জুন মাসের মাঝামাঝিতে দাঁড়িয়েও এখনও আবহাওয়াজনিত স্বস্তির খবর মিলছে না। রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে স্বস্তির খবর পৌঁছালেও দক্ষিণে কবে বর্ষা আসবে, তা এখনও অনিশ্চিত।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?