মুরলীধর লেনে বিজেপির অফিসে বিক্ষুদ্ধদের বিক্ষোভ, গোষ্ঠী-দ্বন্দ্ব পৌঁছে গেল প্রকাশ্যে হাতাহাতিতে!

কলকাতা: বিজেপির অন্দরে ক্ষোভের পাহাড়। তারই বহির্প্রকাশ ঘটে গেল মুরলীধর সেন লেনের পুরনো রাজ্য দফতরে। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুপক্ষ। দায় এড়ালেন বিজেপি রাজ্য সভাপতি।

বুধবার দলের একাংশ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে মুরলীধর লেনে বিজেপির পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন দলের বিক্ষুদ্ধদের একাংশ। তবে দফতরের কর্মীরা তাঁদের অফিসে ঢুকতে দেয়নি। যা নিয়ে দুপুরে তীব্র শোরগোল তৈরি হয় পার্টি অফিস সংলগ্ন এলাকায়।

ঘটনায় প্রকাশ, নিজেদের ‘আদি বিজেপি’ পরিচয় দিয়ে এক দল সমর্থক ‘বিজেপি বাঁচাও মঞ্চ’ তৈরি করে পুরনো দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন বলে জড়ো হয়েছিলেন। অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে আক্রমণ শুরু করেন দলের ক্ষমতাসীন গোষ্ঠীর অনুগামীরা। তাঁরা মারধরও শুরু করেন। তার পরে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘যাঁরা ওখানে গিয়েছিলেন এবং যাঁরা মেরেছেন বলে শুনেছি, এর জবাব তাঁরাই দিতে পারবেন। ওঁরা তো নিজেদের ‘আদি বিজেপি’ বলে দাবি করেন। আদি কারা? কোন সময় রাজনীতি করলে তাঁদের আদি বলা হবে? এখন তো মনে হচ্ছে, আমিও ‘আদি’ নই!’’ তাঁর আরও সংযোজন, ‘‘যদি কেউ দলীয় দফতরের সামনে দলের নেতাদের আক্রমণ করেন, তা হলে দলের কর্মী-সমর্থকেরাও পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন। সেটা আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ।’’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন