কলকাতা: শনি-রবিবার (২৫ ও ২৬ নভেম্বর) শিয়ালদহ শাখার একাধিক লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। ওই সময় সিগন্যাল, লাইন মেরামত আর ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
বিবৃতি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে। প্রায় ১২ ঘণ্টা থাকবে পাওয়ার ব্লক।
শনিবার বাতিলের তালিকায় থাকছে
শিয়ালদহ-ডানকুনি আপ 32249 লোকাল
ডানকুনি-শিয়ালদহ ডাউন 32252 লোকাল
রবিবার বাতিলের তালিকায় থাকছে
শিয়ালদহ – বনগাঁ: আপ 33813/ ডাউন 33814
শিয়ালদহ – হাবড়া: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654
শিয়ালদহ – হাসনাবাদ: আপ 33511/ ডাউন 33512
শিয়ালদহ – ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218 ,32220
শিয়ালদহ – দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ 31311, 31313/ ডাউন 31314, 31316
শিয়ালদহ – শান্তিপুর: আপ 31513/ ডাউন 31514
শিয়ালদহ –গেদে: আপ 31911/ ডাউন 31914
শিয়ালদহ –কৃষ্ণনগর: আপ 31815/ ডাউন 31816
শিয়ালদহ -ব্যারাকপুর: আপ 31213/ ডাউন 31214
শিয়ালদহ – নৈহাটি: আপ 31471/ ডাউন 31418, 31422
শিয়ালদহ -রানাঘাট: আপ 31611, 31615/ ডাউন 31612, 31614
মেল/এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে পরিবর্তন:
13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (২৬ নভেম্বর, রবিবার) শিয়ালদহ থেকে সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ৩৫ মিনিটে ছাড়বে।
13113 হাজারদুয়ারি এক্সপ্রেস (২৬ নভেম্বর, রবিবার) কলকাতা থেকে সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টায় ২০ মিনিটে ছাড়বে।
এ ছাড়াও, ২৬ নভেম্বর, রবিবার 31051 (বজবজ – নৈহাটি) নৈহাটির পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত চলবে।