Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন - NewsOnly24

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

প্রতিদিন লক্ষাধিক যাত্রীর ভিড়ে মুখরিত শিয়ালদহ স্টেশন। দুর্গাপুজোর উৎসবমুখর মরশুমে এই ভিড় আরও বহুগুণ বাড়বে বলে আশঙ্কা। তাই যাত্রীদের জন্য মসৃণ, ঝামেলামুক্ত এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ।

ডিআরএম রাজীব সাক্সেনা এবং সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা জানিয়েছেন, “শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার শিয়ালদহ স্টেশন। এখন মেট্রো যুক্ত হওয়ায় ভিড় আরও বেড়েছে। তাই আগাম প্রস্তুতি নিয়েই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পয়েন্ট (২৭ সেপ্টেম্বর – ২ অক্টোবর)

প্রস্থান পয়েন্ট:

  • প্রফুল্ল গেট: ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য
  • উত্তর গেট: ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য
  • মেট্রো গেট (প্রধান গেটের পাশে): মেট্রো পরিষেবার জন্য
  • দক্ষিণ মেট্রো গেট ও দক্ষিণ গেট: সাধারণ যাত্রীদের অতিরিক্ত প্রস্থান
  • পার্সেল গেট ও জিআরপি অফিস গেট: দক্ষিণ দিকের দ্বিতীয় প্রবেশদ্বার হিসেবে
  • প্ল্যাটফর্ম ১ / ডিআরএম অফিস পাশ: দর্শনার্থীদের জন্য

প্রবেশ পয়েন্ট:

  • প্রধান গেট (দুধের দোকানের পাশ): মূল প্রবেশদ্বার
  • ট্যাক্সি স্ট্যান্ড গেট: সাবওয়ে দিয়ে মেট্রো বা দক্ষিণ প্ল্যাটফর্মে প্রবেশ
  • শিয়ালদহ দক্ষিণ স্টেশন গেট: দক্ষিণ বিভাগের যাত্রীদের জন্য

মেইল/এক্সপ্রেস যাত্রীদের জন্য:

  • সেন্ট অ্যাম্বুলেন্স গেট: প্রবেশ ও প্রস্থানের জন্য নির্দিষ্ট

 হোল্ডিং এরিয়া (প্রতীক্ষার জায়গা)

  • পেইড পার্কিং এরিয়া: প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় রোধে
  • অ্যাম্বুলেন্স গেট থেকে দক্ষিণ গেটের মাঝে এলাকা: অপেক্ষারত যাত্রীদের জন্য

 ডাইভারশন পয়েন্ট

  • প্ল্যাটফর্ম ১ থেকে ২১-এর যাত্রীদের প্রধান গেট, সেন্ট অ্যাম্বুলেন্স গেট বা দক্ষিণ গেটের দিকে পরিচালিত করা হবে

 পূজা স্পেশাল ইএমইউ ট্রেন পরিষেবা

চলবে ২৭/২৮ সেপ্টেম্বর থেকে ১/২ অক্টোবর পর্যন্ত মোট ৩১টি পরিষেবা

শিয়ালদহ প্রধান ও উত্তর বিভাগ (১৯টি পরিষেবা)

  • শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি–শিয়ালদহ: ৬টি (রাত ৯:৪০ – ৩:১০)
  • শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ: ৪টি (রাত ৯:১০ – ২:৫৫)
  • বনগাঁ–বারাসত–শিয়ালদহ: ৪টি (রাত ৯:২০ – ৪:৩০)
  • রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর: ৫টি (রাত ১১:৪৫ – ভোর ৪:৫৫)

 শিয়ালদহ দক্ষিণ বিভাগ (১২টি পরিষেবা)

  • শিয়ালদহ–বারুইপুর: ৬টি (রাত ১১:৪০ – ভোর ৪:৩০)
  • শিয়ালদহ–বজবজ: ৬টি (রাত ১১:৩০ – ভোর ৩:৪০)

 ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি

  • যাত্রী নির্দেশনার জন্য সাইনবোর্ড ও ঘোষণার ব্যবস্থা
  • রেল পুলিশ ও সিকিউরিটি কর্মীদের মোতায়েন
  • মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত
  • মেট্রো ও লোকাল ট্রেনের মধ্যে যাত্রী চলাচল সহজ করতে বিশেষ পথনির্দেশক

পূর্ব রেল জানিয়েছে, উৎসবকালে যাত্রীদের সহযোগিতার পাশাপাশি সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট প্রবেশ-প্রস্থান পথ অনুসরণ করলে ভ্রমণ আরও হবে নিরাপদ ও নির্বিঘ্ন।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন