চলতি মাসে আট দিন বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন ১) এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন ২) পর্যন্ত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি, দুই দফায় এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে প্রতি দিন এক লক্ষের বেশি মানুষ যাতায়াত করেন। মেট্রো বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে।
কলকাতাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, হাওড়া থেকে সল্টলেক সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া। শিয়ালদহ-এসপ্ল্যানেড সুড়ঙ্গপথের কাজ শেষ না হওয়ায় এখনো সেই পরিষেবা চালু করা যায়নি। সম্প্রতি সুড়ঙ্গপথ জোড়ার কাজ শেষ হয়েছে এবং পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়েছে।
নতুন মেট্রোপথ তৈরির দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল) জানিয়েছে, বর্তমানে দুটি লাইনে পৃথক সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। গোটা গ্রিন লাইনে একটিই সিগন্যাল ব্যবস্থা চালু করার জন্যই আট দিন পরিষেবা বন্ধ রাখা হবে। কেএমআরসিএল প্রথমে দেড় মাস মেট্রো বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল, তবে মেট্রো কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আট দিনের অনুমোদন দিয়েছে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে অংশ মাটির নীচ দিয়ে যাবে, সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। পূর্বমুখী সুড়ঙ্গের কাজ আগেই শেষ হয়েছে, তবে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময় বৌবাজার এলাকায় ধস নেমেছিল। ফলে কাজ দীর্ঘদিন আটকে ছিল। বারবার বিপত্তির পর অবশেষে কাজ প্রায় শেষের পথে। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, খুব শীঘ্রই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে।