শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের সাংসদ-বিধায়কদের

কলকাতা: আমন্ত্রণ পেলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ-সেক্টর ফাইভ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না তৃণমূলের কোনও সাংসদ-বিধায়ক। সোমবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ হয়নি। রবিবার জানা যায়, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে রেল। সেই সঙ্গে ওই এলাকার সাংসদ ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে যায় মেট্রো রেলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।

উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে আমন্ত্রণ জানানো হয়। তৃণমূল সূত্রে খবর, দলের কোনও সাংসদ বা বিধায়ক ওই অনুষ্ঠানে যাবেন না। কেন তাঁরা মেট্রো প্রকল্পের উদ্বোধনে যাবেন না, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে শেষ লগ্নে মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় খুশি নন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাই তাঁরা অনুষ্ঠান বয়কট করছেন বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অবশ্য এই অনুষ্ঠানে যাবেন না তা নিশ্চিত কারণ, তিনি দুপুরের বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

আরও পড়ুন: আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক