প্রথম পাতা খবর আজ জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন

আজ জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন

241 views
A+A-
Reset

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে বুধবার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দফায় মোট ২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের (এনসি) নেতা ওমর আবদুল্লাসহ ২৩৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ২৫.৭৮ লক্ষ ভোটার। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জম্মু ও কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।

এই দফায় জম্মুর রইসি, রাজৌরি, পুঞ্চ এবং কাশ্মীরের বদগাম, গান্ডেরবাল ও শ্রীনগর জেলাগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শ্রীনগরে আটটি, বদগামে পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দুটি এবং রইসিতে তিনটি বিধানসভা আসনে ভোট হবে। দীর্ঘ ১০ বছর পর কাশ্মীরে এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, যেখানে ভোট পড়েছিল ৬১.৩৮ শতাংশ। এই দফার নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে, আর ফলাফল গণনা হবে ৮ অক্টোবর।

এই নির্বাচনের বিশেষ তাৎপর্য হল, অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন। কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন রাজনৈতিক পরিকাঠামোয় এই নির্বাচন নতুন দিশা দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.