Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, ঘোষণা রাজ্য সরকারের - NewsOnly24

জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: জুন মাসে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন।  এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানান, পিছিয়ে দেওয়া হচ্ছে এই দুই পরীক্ষা। জুন মাসে কোনও পরীক্ষা হবে না।


রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতি। এর মধ্যে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় সময় পাওয়া যাচ্ছে না বলেই আপাতত স্থগিত রাখা হচ্ছে পরীক্ষা। পরবর্তী সময়ে নোটিফিকেশান জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে আশ্বস্ত করছেন মুখ্যসচিব।


এ দিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। জুন মাসে কোনও পরীক্ষা হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে পরে টাইম ফ্রেম করবেন। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কবে পরীক্ষা হবে তা পর্ষদের কর্তাদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন: রবিবার থেকে কার্যত লকডাউন ফিরতে চলেছে বাংলায়, জরুরি পরিষেবা ছাড়া রবিবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত অফিস, বাস-অটো-মেট্রো

পরিস্থিতি বিবেচনা করে পরে নেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। তবে পরীক্ষা এখনই বাতিল করার কথা ভাবা হচ্ছে না। পরীক্ষা না হলে কীসের ভিত্তিতে মূল্যায়ন হবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। করোনার কারণে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়নি। ফলে নম্বর দেওয়ার ক্ষেত্রে কী বিবেচনা করা হবে, তা ভাবতে হচ্ছে শিক্ষা দফতরকে। আপাতত দুটি পরীক্ষা স্থগিত করা হল।  

Related posts

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন দেব, বৃদ্ধ-অসুস্থদের জন্য মানবিকতার আর্জি সাংসদের

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই