সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে, পাশাপাশি শহরের হোটেলগুলিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

২৬ জানুয়ারির জন্য কলকাতায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার, চার জন যুগ্ম কমিশনার, ২২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং ৪৬ জন এসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়া ১১৯ জন ইনস্পেক্টর-সহ ২৩০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

লালবাজার সূত্রে খবর, এ বছরে সাধারণতন্ত্র দিবসের আগে বাড়তি পুলিশি নজরদারির একটি অন্যতম কারণ বাংলাদেশের পরিস্থিতি।

ও দিকে, দিল্লিতে মোতায়েন থাকবেন প্রায় ১৫ হাজার পুলিশকর্মী এবং ৭০ কোম্পানি আধাসেনা। সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন