ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে শিয়ালদহে বাড়ছে নিরাপত্তা, হাই অ্যালার্ট আরপিএফ-কে

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে দেশের সব রাজ্যেই সতর্কতা জারি হয়েছে। বিমানবন্দর ও রেলপথে চলছে কড়া নজরদারি। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-কে হাই অ্যালার্টে রাখা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টেশন ও ট্রেনগুলিতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে ডগ স্কোয়াড। প্যাসেঞ্জার রিজার্ভেশন কাউন্টার, ওয়েটিং রুম, ক্লোক রুম ও টয়লেটের মতো ভিড়প্রবণ জায়গায় চলছে নজরদারি। স্টেশন ও রেললাইনে চলছে টহলদারি। যাত্রীদের ব্যাগ স্ক্যানার ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে।

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের নিরাপত্তায় আরপিএফ নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত বাহিনী মোতায়েনের মাধ্যমে গোটা ডিভিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক