প্রতি ২ ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে, আরজি কর নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

আরজি কর প্রতিবাদ। ছবি: রাজীব বসু

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ ও ক্ষোভের মধ্যে বড় পদক্ষেপ কেন্দ্রের। সমস্ত রাজ্যকে প্রতি দুই ঘণ্টা অন্তর এ ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, দেশের সমস্ত রাজ্য পুলিশকে প্রতি দুই ঘন্টা পরপর মেল, ফ্যাক্স বা এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি দুই ঘণ্টা অন্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট পাঠাবেন উপযুক্ত কর্তৃপক্ষ। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে আপনার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল আইন-শৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট পর্যবেক্ষণ করতে চেয়েছে কেন্দ্র। এখন থেকে , এই বিষয়ে একটানা স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে ফ্যাক্স/ই-মেইল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে।

মন্ত্রকের এক আধিকারিক বলেন, আরজি করের ধর্ষণের ঘটনায় বেশ কিছু ঘাটতি লক্ষ্য করা গেছে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

Related posts

দার্জিলিঙে মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক, ফের তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরছেন কি শোভন চট্টোপাধ্যায়?

উৎসবের পরেই নির্বাচনী দামামা! নভেম্বরেই শহিদ মিনারে সভা করতে পারেন মমতা ও অভিষেক

গুজরাতে বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য, একসঙ্গে ইস্তফা দিলেন সব মন্ত্রীই