সাংবাদিকদের মুখোমুখি অনশনরত জুনিয়র ডাক্তাররা। ছবি: রাজীব বসু
কলকাতা: আবারও নতুন কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের যৌথ বৈঠকের পর হুঁশিয়ারি, সোমবারের মধ্যে রাজ্য সরকারকে তাঁদের সব দাবি মানতে হবে। দাবিপূরণ না হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটে যেতে বাধ্য হবেন তাঁরা।
শুক্রবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদার জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী যদি সোমবারের মধ্যে আলোচনায় বসে আমাদের দাবিগুলো না মেনে নেন, তবে আমরা মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ধর্মঘটে নামব।’’
হুঁশিয়ারির সুরে দেবাশিস আরো বলেন, ‘‘ধর্মঘট চলাকালীন যদি এক জন রোগীরও কোনও সমস্যা হয়, তবে তার দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে।
দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের মূল দাবি, আরজি কর-কাণ্ডের বিচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন।