প্রথম পাতা খবর ওড়িশায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বসিরহাটের ৭ জনের

ওড়িশায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বসিরহাটের ৭ জনের

306 views
A+A-
Reset

ওড়িশার জাজপুরে ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাতজনের। শুক্রবার ওড়িশার জাজপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।

ঘটনায় প্রকাশ, বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া থেকে শুক্রবার বিকেল ৩টে নাগাদ কোম্পানির গাড়িতে রওনা দেন সাত জন। পোলট্রি ফার্মের কাজের জন্য যাচ্ছিলেন তাঁরা। শনিবার ভোর ৪টে নাগাদ জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে রাস্তার ধারে গাড়ির মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন চালক ও খালাসি-সহ সাতজন। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে।

বেপরোয়া ট্রাক এসে তাঁদের পিষে দেয়। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এলাকার লোকজনতড়িঘড়ি ওই সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন। নিহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)। সুরজ ছিলেন গাড়ির চালক। তাঁদের মৃত্যুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ মাটিয়ার গ্রাম। বুক ফাটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাড়িগুলি থেকে।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার কারণ খোঁজা শুরু হয়েছে। পিছন থেকে ডাম্পারটি এসে সজোরে ধাক্কা মারায় এমন মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.