প্রথম পাতা খবর ITBP জওয়ানকে নিয়ে কাশ্মীরে খাদে বাস, মৃত ৭

ITBP জওয়ানকে নিয়ে কাশ্মীরে খাদে বাস, মৃত ৭

323 views
A+A-
Reset

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তরক্ষীদের বাস পড়ল নদীতে। এই দুর্ঘটনায় বহু জওয়ান আহত হয়েছেন। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে এই জওয়ানদের মোতায়েন করা হচ্ছিল। সেই মতো বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল করার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ৬ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। বাসে থাকা বাকি জওয়ানরাও কম-বেশি আহত হয়েছেন। তাঁদের এয়ারলিফ্টের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরে। সেখানকার আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানেই আহত জওয়ানদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন: ফিফা নির্বাসিত করল ভারতীয় ফুটবল ফেডারেশনকে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.