মুম্বই: শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের একটি বহুতলে। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি সাততলা বহুতলে আগুন লাগে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এর জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৬ জন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় প্রকাশ, শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। বহুতলের পার্কিং এলাকাতে প্রথমে আগুন লাগে। সেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। দোকানে মজুত জিনিস এবং পার্কিং লটে বাইক ও গাড়িতে আগুন ছড়াতেই তা ভয়াবহ আকার ধারণ করে। এর পর বহুলতের অন্যান্য তলাতেওএ আগুন ছড়াতে শুরু করে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। অ্যাম্বুল্যান্সেও খবর দেওয়া হয়। এর পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কী ভাবে আগুন এত ভয়াবহ হয়ে উঠল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।