Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জলগাঁও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি, রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন - NewsOnly24

জলগাঁও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি, রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন

মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত আটজন যাত্রীর মৃত্যু হয়েছে। পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার ভ্রান্ত গুজবে আতঙ্কিত হয়ে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন, ফলে পাশের লাইনে থাকা কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান তাঁরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনের চাকার ঘর্ষণে স্ফুলিঙ্গ বের হতে দেখে আগুন লাগার সন্দেহে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আলার্ম চেন টেনে (ACP) ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু পুরোপুরি থামার আগেই কয়েকজন নেমে পড়েন। দুর্ভাগ্যজনকভাবে, তাঁরা পাশের লাইনে পড়ে যান, তখনই কর্নাটক এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা দেয়।

সূত্রের খবর, এই দুর্ঘটনায় প্রায় ৩০-৪০ জন আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়েই ভুসাওয়াল ডিভিশনের রেলওয়ে ম্যানেজার (DRM) ঘটনাস্থলে রওনা দেন। ইতিমধ্যে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন।

রাজ্য সরকারের তরফেও জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসায় ব্যস্ত।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হিসেবে গুজব ছড়ানোর বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের